Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশ টেলিকম্কিউনিকেশন্স কোম্পানী লিমিটেড, সিরাজগঞ্জ এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম


শিরোনাম
সেবা ও ধাপ
বিস্তারিত

নতুন সংযোগঃ

 

সেবার সংক্ষিপ্ত বিবরণ:

মুঠোফোন বা মোবাইল ফোনের সহজলভ্যতার কারণে ল্যান্ডফোনের ব্যবহার অনেক কমে গেছে। তবুও অফিসে এবং বাসায় এর চাহিদা এখনও রয়ে গেছে। সাশ্রয়ী বিল এবং নেটওয়ার্কের মানের দিক দিয়ে এখনো এগিয়ে রয়েছে ল্যান্ডফোন। ল্যান্ডফোন সংযোগ আগের তুলনায় অনেক সহজ। বিটিসিএল (বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড) হওয়ার পর সরকারি টেলিফোন সেবার গতি আরও বেড়েছে। এখন আবেদন ফরম পূরণ করে টাকা জমা দিলে এক দিন থেকে সাত দিনের মধ্যেই ঘরে চলে আসে বিটিসিএল টেলিফোন সংযোগ।

 

সেবার সুবিধা:

  • কলরেট কম । 
  • কোনো লাইন চার্জ প্রযোজ্য নয়।
  • আইএসডি কল করা যায় ।
  • চাইলে ইন্টারনেটের সংযোগও পাওয়া যায় ।

প্রক্রিয়া:

ল্যান্ডফোনের সংযোগ পেতে প্রথমেই বিটিসিএলের আবেদন ফরম সংগ্রহ করতে হবে।ব্যবস্থাপক (টেলিকম), বিটিসিএল, সিরাজগঞ্জ কার্যালয় থেকে পাওয়া যায় এই আবেদন পত্র। আবেদন পত্র অফিসের সামনের ফটোকপি দোকান বা btcl.com.bd ওয়েবসাইট থেকেও সংগ্রহ করতে পারবেন। এটি পূরণ করে জমা দিতে হবে বিটিসিএলের সংশ্লিষ্ট বিভাগের ব্যবস্থাপক বরাবর। নির্ভূলভাবে ফরম পূরণ করে ব্যবস্থাপক বরাবর জমা দিলে আবেদনকারীকে ডিমান্ড নোটের তিনটি কপি দেওয়া হয়। এই তিনটি কপির তথ্যাদি পূরণ করে ৬৪৫ টাকা সহ নির্ধারিত ব্যাংকে জমা দিতে হয়। এই ৬৪৫ টাকা সংযোগ ফ্রি(মুজিব বর্ষ উপলক্ষে) । বিটিসিএল এর ডিপি হতে বাসা পর্যন্ত ৫০ মিটারের উর্ধ্যে  ১৩.৬০ টাকা/মিটার দরে ড্রপওয়্যার কিনে নিতে হয়। ব্যাংক একটি ডিমান্ড নোট রেখে বাকি দুটি ডিমান্ড নোট ফেরত দেয়। দুটি ডিমান্ড নোটের একটি আবেদনকারীকে নিজের কাছে রেখে অপরটি ব্যবস্থাপক এর কার্যালয়ে জমা দিতে হয়।জমা দেওয়ার এক থেকে সাত দিনের মধ্যে বাসায় টেলিফোনের সংযোগ দেওয়া হয়।

ADSL ইন্টারনেট:

টেলিফোন প্রাপ্তির পর ইন্টারনেটের জন্য নির্ধারিত ফর্ম সংগ্রহ ও পুরন করে জমা দিতে হবে। এক্ষেত্রে আপনাকে সংযোগ ফি বাবদ ৪২০ টাকা প্রদান করতে হবে ।


LLI কানেকশন: 

LLI  ইন্টারনেট কানেকশন এর জন্য নির্ধারিত ফর্ম সংগ্রহ ও পূরণ করে জমা দিতে হবে। এক্ষেত্রে আপনাকে সংযোগ ফি বাবদ নির্ধারিত টাকা প্রদান করতে হবে ।

 

টীকাঃ

  • টেলিফোন সংযোগ ফরম বিটিসিএল এর ওয়েবসাইট হতে ডাউনলোড করা যাবে। www.btcl.gov.bd
  • টেলিফোন সংযোগ ফরম পূরণ করে ব্যবস্থাপক এর  কার্যালয়ে জমা দিয়ে সংযোগ গ্রহন করা যাবে। 
  • টেলিফোন বিল না পেলে ডুবলিকেট বিল টেলিফোন রাজস্ব অফিস অথবা বিটিসিএল এর ওয়েবসাইট হতে ডাউনলোড করে বিল পরিশোধ করা যাবে এবং বিল পরিশোধের অবস্থা দেখা যাবে। http://phonebill.btcl.com.bd/
  • বিটিসিএল গ্রাহক সেবা এখন টেলিসেবা অ্যাপে। টেলিসেবা অ্যাপটি google playstore হতে ডাউনলোড করা যাবে। www.google.com/store/apps
  • টেলিফোন লাইন খারাপ হলে ১৭ বা 0751-62099 নম্বরে ডায়াল করে অভিযোগ প্রদান করা যাবে।
  • উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ গ্রহনের জন্য সিরাজগঞ্জস্থ বিটিসিএল  অফিসে আবেদন করতে হবে। সংযোগ ফরম উক্ত অফিসে পাওয়া যাবে অথবা বিটিসিএল এর ওয়েবসাইট হতে  ডাউনলোড করা যাবে । www.btcl.gov.bd
  • Leased Line Internet (Optical Fiber) এর মাধ্যমে সংযোগের জন্য আবেদন ফরমপূরণ করে ঢাকাস্থ অফিসে জমা দিয়ে সংযোগ নেয়া যাবে। বিটিসিএল এর ওয়েবসাইট হতে ফরম ডাউনলোড করা যাবে। www.btcl.gov.bd
  • বিটিসিএল হতে Domain Registration করা যাবে। আবেদন ফরম পূরণ করে ঢাকাস্থ অফিসে জমা দিয়ে সংযোগ নেয়া যাবে। বিটিসিএল এর ওয়েবসাইট হতে ফরম ডাউনলোড করা যাবে।www.btcl.gov.bd
  • বিটিসিএল Dial-Up Internet(regular) ও Dial-Up Internet(Premium) সংযোগ প্রদান করছে। Dial-Up Internet (Premium)  সংযোগের ক্ষেত্রে আবেদনের প্রয়োজন হয়না। Dial-Up Modem এর মাধ্যমে Internet ব্যবহার করা যায়। সেক্ষেত্রে User Name: btcl ও Password: btcl এবং Dial Number: 0101234